হোম > জাতীয়

ভাসানচরের জন্য জরুরি অর্থসহায়তা দেবে জাপান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রোহিঙ্গাদের জরুরি অর্থসহায়তা হিসেবে ২০ লাখ ডলার দেবে জাপান। ভাসানচরে থাকা রোহিঙ্গাদের জন্য এই সহযোগিতা দেবে দেশটি। আজ শুক্রবার ঢাকার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এই অর্থসহযোগিতার ১০ লাখ ডলার পাবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। আর বাকি ১০ লাখ ডলার পাবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এই অর্থ দিয়ে সংস্থা দুটি খাদ্য ও স্বাস্থ্য খাতে ভাসানচরে থাকা রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রম চালাবে। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকটের সমাধান খুবই গুরুত্বপূর্ণ।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা নিয়ে ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যে যে সমঝোতা হয়েছে, তার আওতায় সহযোগিতা করে আসছে জাপান। জাপান আশা করে, জাতিসংঘ ভাসানচরে মানবিক ও সুরক্ষাজনিত কার্যক্রম বাড়াবে।

ভাসানচর ছাড়াও বিশালসংখ্যক রোহিঙ্গা কক্সবাজারে থাকে। ফলে তাদের সঙ্গে সেখানে থাকা স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতা করাও জরুরি। কক্সবাজারে থাকা আন্তর্জাতিক সংস্থা ও এনজিওর মাধ্যমে সেখানকার জনগোষ্ঠীকে সহযোগিতা করবে জাপান। সেই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাপান। এই সংকটের স্থায়ী সমাধান শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য জরুরি; যা জাপানের সুরক্ষিত, শান্তিপূর্ণ, টেকসই ও সমৃদ্ধ আঞ্চলিক ভিশন ‘অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক’ বাস্তবায়নে সহায়তা করবে।

প্রতি ভোটকেন্দ্রে থাকবে অন্তত ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা–১০: দ্বৈত নাগরিকত্বে আটকে গেলেন বিএনপির প্রার্থী গফুর, হাইকোর্টও ফিরিয়ে দিলেন তাঁকে

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

ভোটের আগের দিন সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব

৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

বেশি বেতনের লোভ দেখিয়ে পাচার, মিয়ানমার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি দেশে ফিরছেন

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না: ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী ১৯৮১ জন