হোম > জাতীয়

কম দামে পণ্য কিনতে ১ কোটি মানুষকে বিশেষ কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বল্প আয়ের মানুষ যাতে কম দামে পণ্য কিনতে পারে, এজন্য ১ কোটি মানুষকে সরকার বিশেষ কার্ড দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার গণভবনে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান তিনি।

সরকারপ্রধান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যখন দাম বেড়ে যায়, তখন আমাদের খুব বেশি কিছু করার থাকে না। কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু রোজার সময় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা টার্গেট করেছি ১ কোটি মানুষকে স্পেশাল কার্ড দিয়ে দেব, যেটা দিয়ে তারা ন্যায্যমূল্যে কয়েকটা জিনিস কিনতে পারবে। যে ৩৮ লাখ মানুষকে আমরা টাকা দিচ্ছি, তারা তো থাকবেই, তার বাইরে আরও, মানে আমরা ১ কোটি লোককে দেব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তা ছাড়া ৫০ লাখ মানুষকে একটা কার্ড দেওয়া আছে, সেটা থেকে তারা মাত্র ১০ টাকায় চাল কিনতে পারে। সেই ব্যবস্থাটা করা আছে।’

সরকারপ্রধান বলেন, ‘এই ১ কোটি মানুষকে আমরা বিশেষ কার্ড দিয়ে সহযোগিতা দেব। যাতে করে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যটা ন্যায্যমূল্যে নিয়ে তাদের জীবনজীবিকা চালাতে পারে।’  

সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখনো ১৮ লাখ টন খাদ্য মজুত আছে আমাদের। সেখানে কোনো অসুবিধা নাই।’

ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘কারও এতটুকু জমি যেন অনাবাদি না থাকে। যে যা পারেন সেটাই উৎপাদন করেন। প্রত্যেক এলাকায়ই কিছু না কিছু উৎপাদন হবে। সেটাই আমার লক্ষ্য। তাতে আমাদের যে খাদ্য চাহিদা সেটা যেন পূরণ করতে পারি।’ 

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল