হোম > জাতীয়

তথ্যানুসন্ধানে মানবাধিকার লঙ্ঘনের হোতাদের স্পষ্ট ধারণা পাবে জাতিসংঘ: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার বিষয়ে ১৮ ও ১৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতির বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান। 

তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই দুটো বিবৃতি অত্যন্ত অল্প তথ্যের ভিত্তিতে, সংশয় সৃষ্টির উদাহরণ মাত্র। আমরা এটাও বিশ্বাস করি, জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান করতে থাকেন, পুরো চিত্রটা যদি তাঁদের কাছে পরিষ্কার হয়, তখন তারা মানবাধিকার লঙ্ঘনের হোতা কারা সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।’

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা বলেন নাঈমুল ইসলাম খান।  ১৮ ও ১৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভল্কার তুর্ক বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে বিবৃতি দেন। 

নাঈমুল ইসলাম খান বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশন বর্তমান কোটাবিরোধী আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের যে সংশয় প্রকাশ করেছেন, সে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁরা গত ১৯ ও ২৫ জুলাই দুটো বিবৃতি দিয়েছেন। সেখানে তাঁরা সুনির্দিষ্ট মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন নাই, তাঁদের শঙ্কার কথা বলেছেন। কিন্তু পুরো ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী যে বিচার বিভাগীয় তদন্ত করছেন সেখানে তাঁরা কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী। আপনারা জানেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেই অফার গ্রহণ করেছেন। বলেছেন, জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বিচার বিভাগীয় কাজে তদন্ত করার জন্য, জাতিসংঘ বা অন্য কোনো দেশ থেকেও সরকার কারিগরি সহায়তা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ