হোম > জাতীয়

রাজধানীর সব মোড় ছেড়ে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা 

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় ছাড়া অন্য সব জায়গার অবরোধ ছেড়ে দিয়েছেন। রাত ৮টায় ব্যাক টু শাহবাগ কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে একে একে সব মোড় ছেড়ে দেন আন্দোলনকারীরা। শাহবাগে জড়ো হয়ে আগামীকালের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন আন্দোলনকারীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহসমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন বলেন, ‘শাহবাগ থেকে যাঁরা দূরে আছেন, তাঁরা আগে আসবেন। পরে কাছাকাছি যাঁরা আছেন তাঁরা আসবেন। পরে আন্দোলনের সমন্বয়কেরা কর্মসূচি ঘোষণা করবেন।’ 

বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। শাহবাগের আগে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা গরমের কারণে ছাতা নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে এসেছেন।’

এ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে