হোম > জাতীয়

রাষ্ট্রপতির কাছে সুপারিশের আগেই সার্চ কমিটিকে নাম প্রকাশের পরামর্শ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি যে ১০ জনের নাম সুপারিশ করবে, তা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগেই প্রকাশ করার পরামর্শ দিয়েছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেছেন, নাম আগে প্রকাশ হলে যাদের বিরুদ্ধে অভিযোগ বা বিতর্ক থাকবে, তাদের বাদ দেওয়ার সুযোগ থাকবে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ শনিবার সার্চ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এমন পরামর্শ দেন বিশিষ্ট নাগরিকেরা।

সার্চ কমিটির সঙ্গে সভা শেষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন এমন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে বলেছি। এ দাবিকে বৈঠকে উপস্থিত বেশির ভাগ সমর্থন জানিয়েছেন। সৎ, নিষ্ঠাবান ও যোগ্যদের বাছাই করতে সবাই মতামত দিয়েছেন। কোনো ধরনের মোহের বাইরে থেকে নির্বাচন কমিশন পরিচালনা করতে পারেন, এমন ধরনের ব্যক্তিদের বেছে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে।

অধ্যাপক মাহফুজা খানম বলেন, সার্চ কমিটি রাষ্ট্রপতি কাছে যে ১০ জনের নাম পাঠাবে, তাঁদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হতে হবে তিনি যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ হন।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, কোনো দলীয় সরকারের সময় বিশেষভাবে সুবিধাভোগী ব্যক্তি নির্বাচন কমিশনে যাতে স্থান না পান সেই দাবি জানিয়েছি, উপস্থিত অনেকেই এতে সমর্থন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা সবাই কথা বলার সুযোগ পেয়েছি। বেশির ভাগই বলেছি, যারা ইসিতে সুযোগ পাবেন তাঁরা যেন কোনো সরকারের আমলেই বিশেষ সুবিধাভোগী না হয় ৷ চুক্তিভিত্তিক নিয়োগ, চাকরির মেয়াদ বাড়ানোর মাধ্যমে সরকার নিজেদের পছন্দের লোকদের সুযোগ সুবিধা দিয়েছে। অনেকেই অবসরের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছেন, তারা যেন কোনভাবে কমিশনে না আসেন।

তিনি বলেন, যারা এই নির্বাচন কমিশনে আসবেন, তাঁদের যেন সুষ্ঠু নির্বাচন করার মানসিকতা থাকে। আমরা বলেছি, সব নাম যেন আগেই প্রকাশ করা হয়, বিভিন্ন স্তরে স্তরে। যেমন সার্চ যাদের নাম প্রস্তাব করবে তাদের মধ্যে কেউ যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দিয়েছে, কিংবা দায়িত্বে থাকা অবস্থায় টকশোতে অংশ নিয়ে রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে বলেছে, এটা জনগণ তাঁদের বলতে পারবে ৷ তখন তাঁরা বাদ দিয়ে দিতে পারবে।

আসিফ নজরুল বলেন, সার্চ কমিটি আমাদের কথা মন দিয়ে শুনেছে। কতটুকু কথা রাখবেন তা নাম প্রকাশিত হওয়ার পর বোঝা যাবে। সভায় অংশ নেওয়া কেউ কোনো নাম প্রস্তাব করেননি।

নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি নির্বাচনকালীন সরকার নিয়েও সার্চ কমিটির সঙ্গে কথা বলেছেন বলে জানান আসিফ নজরুল।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, যে নির্বাচন কমিশন গঠিত হবে সেটি যেন অন্তর্ভুক্তিমূলক হয়, তা যেন কোনো একটা প্রফেসনকেন্দ্রিক না হয়, সে বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।

রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করার আগে সেগুলো প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে সার্চ কমিটির সদস্যরা কিছু জানাননি বলে সভায় অংশ নেওয়া বিশিষ্টজনেরা জানিয়েছেন।

লুট হওয়া ভারী অস্ত্র বাইরে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা