হোম > জাতীয়

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ

আজকের পত্রিকা ডেস্ক­

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১০(১) নম্বর ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার জহরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্রসমূহ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরই মধ্য দিয়ে তৃতীয়বারের মত কোনো কমিশন মেয়াদ পূর্তির আগে পদত্যাগ করেছে।

মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ ও জহুরুল হক দুদকের চেয়ারম্যান ও কমিশনার হিসেবে ২০২১ সালের ১০ মার্চ যোগদান করেন। এর আগে একই বছরের ৩ মার্চ তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপান জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনার আছিয়া খাতুন সংস্থাটির কমিশনার হিসেবে যোগদান করেন ২০২৩ সালে ২ জুলাই। তাকে নিয়োগ দিয়ে ওই বছরের ১৩ জুন প্রজ্ঞাপন জারি করে।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর প্রশাসন ও রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের শীর্ষ পদে বড় ধরনের রদবদল ঘটে। নাটকীয়তার মধ্য দিয়ে পদ আঁকড়ে থাকা মঈনউদ্দীন আব্দুল্লাহ ও তার পুরো কমিশন অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মাথায় চাপের মুখে পদত্যাগে বাধ্য হন।

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব