হোম > জাতীয়

ফের ডেঙ্গুতে প্রাণ ঝরল একজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শীতের প্রকোপ বাড়লেও ডেঙ্গুর সংক্রমণ দিয়ে নতুন বছর শুরু করেছে বাংলাদেশ। বেশ কিছু দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ দুই সংখ্যাতেই সীমাবদ্ধ। এটি স্বস্তির বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শঙ্কায় ফেলছে প্রাণহানির ঘটনা। দুদিনের ব্যবধানে নতুন করে একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা ও চট্টগ্রামে ডেঙ্গু নিয়ে ১১ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরীতেই নয় জন। বাকি দুজন চট্টগ্রামের বাসিন্দা। সব মিলিয়ে নতুন বছরে ডেঙ্গুর শিকার হয়েছেন ৪৬৬ জন। আজ শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৭৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ জন এবং বাকি অর্ধেক ঢাকার বাইরে। 

গত বুধবার দুজনের মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারির প্রথম ২১ দিনে ছয়জনের প্রাণ ঝরল মশাবাহিত ভাইরাসটিতে। 

২০২০ সাল পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত থাকলেও বর্তমানে সারা বছরই কমবেশি লক্ষ্য করা যাচ্ছে। গরমের পাশাপাশি শীতকালেও রেহাই মিলছে না ডেঙ্গু থেকে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর ২০২২ সালে দেশের ৬২ জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গুতে ৬১ হাজার ৩৮২ জন মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯৯ শতাংশের বেশি রোগী সুস্থ হয়ে ঘরে ফিরতে পারলেও প্রাণ হারিয়েছেন ২৮১ জন। আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশই রাজধানী ও ঢাকা জেলার বাসিন্দা। এরপরই সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে। 

দেশে ডেঙ্গুর ইতিহাসে এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০১৯ সালের ১৭৯ জনের মৃত্যু হয়েছিল। যদিও বেসরকারি হিসাবে মৃত্যু ৩০০–এর বেশি।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন