৫৪৪ দিন পর খোলা হলো শিক্ষাপ্রতিষ্ঠানের তালা। আজ রোববার সকাল সাড়ে ৭টা থেকেই অভিভাবকেরা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা শুরু করেন।
পুরান ঢাকার আজিমপুরে অবস্থিত ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় নন-মেডিকেল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হচ্ছে।
আজিমপুর কলোনির ভেতরে অবস্থিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজেও শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করছে। দীর্ঘদিন পর আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। সবার মনে উৎসবের আমেজ।
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে উপস্থিত অভিভাবকেরা তাঁদের সন্তানদের স্কুলে প্রবেশ করিয়ে নানা গল্পে মশগুল হয়ে গেছেন। অনেকে আবার স্কুলে প্রবেশ করিয়ে নিজের কাজে চলে যাচ্ছেন।