হোম > জাতীয়

মামলায় নাম থাকলেই নয়, যাচাইয়ের পর গ্রেপ্তার: পুলিশ মহাপরিদর্শক

আজকের পত্রিকা ডেস্ক­

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: আজকের পত্রিকা

গণ-অভ্যুত্থানের সময়কে ঘিরে হওয়া মামলায় নাম থাকলেই কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সারা দেশের বেশ কিছু মিথ্যা মামলা ও হয়রানির বিষয়ে আইজিপি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর অনেক মামলা হয়েছে। অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। সেটা নিয়ে অনেকে বাণিজ্য করছে। তবে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা প্রতারিত হবেন না। নিরীহ মানুষদের কোনো ভয় নেই। মামলায় নাম থাকলেই কেউ গ্রেপ্তার হবে না। পুলিশ কাউকে গণহারে গ্রেপ্তার করছে না। যাচাই-বাছাই করে, যুক্তিযুক্ত মনে হলেই গ্রেপ্তারের জন্য যাবে পুলিশ।’

গত ৫ আগস্টের পর থেকে নতুন করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পর নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে পুলিশকে প্রস্তুত করা হবে জানিয়েছেন পুলিশ প্রধান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আপনাকে ব্ল্যাংক চেক দিয়ে বলতে পারি, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শতভাগ সহযোগিতা করার ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’

আইজিপি বলেন, ‘সারা দেশে পুলিশ সদস্যরা অপরাধ নির্মূলে কাজ করছেন। কিছু সাময়িক অসুবিধা হচ্ছে। তবে সেটা ভালো কাজ করেই পুলিশকে জনগণের কাছে সেই আস্থা অর্জন করতে হবে।’

গণ-অভ্যুত্থানে অতি বল প্রয়োগ করা পলাতক পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘পলাতক পুলিশ সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। যাঁরা দেশের ভেতরে আছেন, তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। যাঁরা দেশের বাইরে পালিয়ে গেছেন, তাঁদের আইনি প্রক্রিয়ায় ফিরে আনা হবে।’

অনুষ্ঠানের শুরুতে আইজিপি বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। ছাত্র-জনতার এই গণ-অভ্যুত্থানে শহীদ সব পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান