হোম > জাতীয়

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতার ওপর জোর দিলেন সেনাপ্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএমটিএফের বোর্ড অফ ডিরেক্টরস মিটিংয়ে অংশগ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান ও বিএমটিএফ লিমিটেডের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা খাতে দেশকে স্বনির্ভর করতে অত্যাধুনিক যন্ত্রপাতি ও উদ্ভাবনী উৎপাদন প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএমটিএফের বোর্ড অফ ডিরেক্টরস মিটিংয়ে অংশগ্রহণ শেষে সেনাপ্রধান প্রতিষ্ঠানটির বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তাকে বিএমটিএফের সর্বশেষ অগ্রগতি, জাতীয় শিল্প প্রবৃদ্ধিতে প্রতিষ্ঠানটির অবদান ও প্রতিরক্ষা খাতে ভূমিকা সম্পর্কে অবহিত করেন বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর।

সেনাপ্রধান বলেন, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়ে প্রতিরক্ষা ও শিল্প খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি উচ্চমান বজায় রাখতে হবে। তিনি বিএমটিএফের প্রচেষ্টাকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রযুক্তিগত ও অর্থনৈতিক অগ্রগতিতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সামরিক ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় বিএমটিএফ লিমিটেড পরিচালিত আর্মি ফার্মা লিমিটেডের কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। প্রতিষ্ঠানটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী দামে মানসম্পন্ন ওষুধ ও প্রসাধনী উৎপাদন করছে।

পরিদর্শনকালে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও বিএমটিএফ লিমিটেডের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন