হোম > জাতীয়

দায়িত্ব নিলেন বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন তিনি।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাঁকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেওয়া হয়।

মোস্তফা মাহমুদ সিদ্দিক ১৯৯০ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে যোগ দেন এবং ১৯৯২ সালের ১৩ অক্টোবর রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স থেকে জেনারেল ডিউটিজ (পাইলট) শাখায় কমিশনপ্রাপ্ত হন।

দীর্ঘ পেশাগত জীবনে বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ বিমানবাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অফিসার কমান্ডিং (এওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এই দক্ষ ফাইটার পাইলট ২ হাজার ৯০০ ঘণ্টা আকাশে ওড়েন। তিনি ‘ক্যাটাগরি এ’ ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে সুপ্রতিষ্ঠিত।

দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণে অংশ নেন মোস্তফা মাহমুদ। মালয়েশিয়ায় উন্নয়ন প্যারা জাম্প কোর্স, ভারতে ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্স এবং তুরস্কে ‘হাই জি’ কোর্স সম্পন্ন করেন তিনি।

মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্রের ম্যাক্সওয়েল এয়ার ইউনিভার্সিটি এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেন মোস্তফা মাহমুদ সিদ্দিক।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডিআর কঙ্গোতে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টিনজেন্ট কমান্ডারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তাঁর সাহসিকতা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিএসপি’ ও ‘জিইউপি’ পদকে ভূষিত হন মোস্তফা মাহমুদ সিদ্দিক।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন