হোম > জাতীয়

বাংলাদেশিরা ইউক্রেন ছাড়তে চাইলে সরকার সহযোগিতা করবে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনে যুদ্ধের দামামা বাজছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নাগরিকদের দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে। ইউক্রেনের দায়িত্বপ্রাপ্ত পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকেও বাংলাদেশিদের এমন পরামর্শ দেওয় হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, কেউ ইউক্রেন ছাড়তে চাইলে তাঁকে সরকার সহযোগিতা করবে।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে ইউক্রেনের দায়িত্বপ্রাপ্ত পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তাঁরা বাংলাদেশে যেতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একই সঙ্গে বাংলাদেশিদের অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হলো। ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাঁদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে আজ সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো দেশে বা অঞ্চলে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে সে অঞ্চলে থাকা বাংলাদেশিদের সাবধান করে দিই। এ ক্ষেত্রেও সেটি করা হয়েছে। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা নাগরিকদের সাবধান করেছে। আমরা কাউকে ছাড়তে বাধ্য করতে পারি না। ইউক্রেনে থাকা বাংলাদেশিরা ফেরত আসতে চাইলে সরকার সহযোগিতা করবে।’

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন