হোম > জাতীয়

ইসি গঠনে আইন প্রণয়ন করতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। আইন প্রণয়নের আগ পর্যন্ত নির্বাচন কমিশন গঠনের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে আবেদনে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

ইয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এর আগে আইন প্রণয়ন করার জন্য আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম। কিন্তু আইন প্রণয়নের কোন উদ্যোগ না নেওয়ায় রিট করা হয়েছে। অবকাশকালীন ছুটির পর এ রিট শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। 

এর আগে ২০১৭ সালে আইন করার নির্দেশনা চেয়ে রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ওই সময় হাইকোর্ট রুলও জারি করেছিলেন। তবে ওই রুলের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে ইউনুছ আলী বলেন, আমার মনে নেই। আগের রুল সম্পর্কে জানতে চাইলে ইয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন