সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। আইন প্রণয়নের আগ পর্যন্ত নির্বাচন কমিশন গঠনের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে আবেদনে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।
ইয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এর আগে আইন প্রণয়ন করার জন্য আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম। কিন্তু আইন প্রণয়নের কোন উদ্যোগ না নেওয়ায় রিট করা হয়েছে। অবকাশকালীন ছুটির পর এ রিট শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে ২০১৭ সালে আইন করার নির্দেশনা চেয়ে রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ওই সময় হাইকোর্ট রুলও জারি করেছিলেন। তবে ওই রুলের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে ইউনুছ আলী বলেন, আমার মনে নেই। আগের রুল সম্পর্কে জানতে চাইলে ইয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।