হোম > জাতীয়

আরও ১৬ বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: একাত্তরে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে নির্যাতিত আরও ১৬ জন বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এদের এ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সুনামগঞ্জ সদর উপজেলার গুলবাহার বেগম, মাদারীপুরের শিবচর উপজেলার অফুজা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আনোয়ারা বেগম ও রুমিয়া খাতুন, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শেফালী সিকদার এবং চট্টগ্রামের পাহাড়তলীর হোসনে আরা বেগমকে বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ ছাড়া নরসিংদীর রায়পুরার জাহেরা খাতুন, মৌলভীবাজার সদরের মইরন নেছা, হাজেরা বেগম ও প্রীতি রানী দত্ত, রংপুরের মিঠাপুকুর উপজেলার মোছা. ফাতেমা বেগম, মোছা. বেগনা বেগম ও মোছা. মালেকা বেগম, নোয়াখালী সদরের শোভা পারভীন এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার সেতারা বেগম বীরঙ্গনা হিসেবে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

এ নিয়ে ৪১৬ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিল সরকার। মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা মাসে ভাতাসহ সরকারি অন্যান্য সুবিধা পাবেন। ৪০০ থেকে ৫০০ জন বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে সরকার কাজ করছে বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগেই জানিয়েছেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের বীরাঙ্গনা স্বীকৃতি দিয়ে তাঁদের সম্মান জানান। তাঁর নির্দেশনায় বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হলেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তা থেমে যায়। ২০১৪ সালের ১০ অক্টোবর বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে