হোম > জাতীয়

আরও ১৬ বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: একাত্তরে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে নির্যাতিত আরও ১৬ জন বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এদের এ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সুনামগঞ্জ সদর উপজেলার গুলবাহার বেগম, মাদারীপুরের শিবচর উপজেলার অফুজা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আনোয়ারা বেগম ও রুমিয়া খাতুন, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শেফালী সিকদার এবং চট্টগ্রামের পাহাড়তলীর হোসনে আরা বেগমকে বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ ছাড়া নরসিংদীর রায়পুরার জাহেরা খাতুন, মৌলভীবাজার সদরের মইরন নেছা, হাজেরা বেগম ও প্রীতি রানী দত্ত, রংপুরের মিঠাপুকুর উপজেলার মোছা. ফাতেমা বেগম, মোছা. বেগনা বেগম ও মোছা. মালেকা বেগম, নোয়াখালী সদরের শোভা পারভীন এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার সেতারা বেগম বীরঙ্গনা হিসেবে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

এ নিয়ে ৪১৬ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিল সরকার। মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা মাসে ভাতাসহ সরকারি অন্যান্য সুবিধা পাবেন। ৪০০ থেকে ৫০০ জন বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে সরকার কাজ করছে বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগেই জানিয়েছেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের বীরাঙ্গনা স্বীকৃতি দিয়ে তাঁদের সম্মান জানান। তাঁর নির্দেশনায় বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হলেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তা থেমে যায়। ২০১৪ সালের ১০ অক্টোবর বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন