কমনওয়েলথ চার্টারে অন্তর্ভুক্ত গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো নিজ জীবনে ও সমাজে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশের প্রায় ১০০ তরুণ প্রতিনিধি। গত ২৩-২৪ জুন ঢাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় কমনওয়েলথ সচিবালয় আয়োজিত এক কর্মশালায় তাঁরা এই অঙ্গীকার করেন।
মিডিয়া, সিভিল সোসাইটি, শিক্ষাঙ্গনসহ বিভিন্ন পেশা ও পটভূমির তরুণেরা এই কর্মশালায় অংশ নেন। কেস স্টাডি ও দলগত আলোচনার মাধ্যমে তাঁরা জানতে পারেন কীভাবে এসব মূল্যবোধ বাংলাদেশি বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। তাঁদের অঙ্গীকারের মধ্যে রয়েছে ভোটারদের উৎসাহিত করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরালো করা ও স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখা।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ কমনওয়েলথ চার্টারকে বিশ্বের ২ দশমিক ৭ বিলিয়ন মানুষের নৈতিক দিকনির্দেশনা বলে অভিহিত করেন। কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক লুইস ফ্রান্সেস্কি তরুণদের এই মূল্যবোধগুলোকে নিজেদের জীবনে ও নেতৃত্বে কাজে লাগানোর আহ্বান জানান।
এই কর্মশালার মাধ্যমে তরুণেরা কমনওয়েলথ চার্টারের মূল্যবোধগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছেন।