হোম > জাতীয়

গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অঙ্গীকার করলেন দেশের ১০০ তরুণ

আজকের পত্রিকা ডেস্ক­

কমনওয়েলথ সচিবালয় আয়োজিত কর্মশালা। ছবি: সংগৃহীত

কমনওয়েলথ চার্টারে অন্তর্ভুক্ত গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো নিজ জীবনে ও সমাজে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশের প্রায় ১০০ তরুণ প্রতিনিধি। গত ২৩-২৪ জুন ঢাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় কমনওয়েলথ সচিবালয় আয়োজিত এক কর্মশালায় তাঁরা এই অঙ্গীকার করেন।

মিডিয়া, সিভিল সোসাইটি, শিক্ষাঙ্গনসহ বিভিন্ন পেশা ও পটভূমির তরুণেরা এই কর্মশালায় অংশ নেন। কেস স্টাডি ও দলগত আলোচনার মাধ্যমে তাঁরা জানতে পারেন কীভাবে এসব মূল্যবোধ বাংলাদেশি বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। তাঁদের অঙ্গীকারের মধ্যে রয়েছে ভোটারদের উৎসাহিত করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরালো করা ও স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখা।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ কমনওয়েলথ চার্টারকে বিশ্বের ২ দশমিক ৭ বিলিয়ন মানুষের নৈতিক দিকনির্দেশনা বলে অভিহিত করেন। কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক লুইস ফ্রান্সেস্কি তরুণদের এই মূল্যবোধগুলোকে নিজেদের জীবনে ও নেতৃত্বে কাজে লাগানোর আহ্বান জানান।

এই কর্মশালার মাধ্যমে তরুণেরা কমনওয়েলথ চার্টারের মূল্যবোধগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছেন।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন