হোম > জাতীয়

গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অঙ্গীকার করলেন দেশের ১০০ তরুণ

আজকের পত্রিকা ডেস্ক­

কমনওয়েলথ সচিবালয় আয়োজিত কর্মশালা। ছবি: সংগৃহীত

কমনওয়েলথ চার্টারে অন্তর্ভুক্ত গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো নিজ জীবনে ও সমাজে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশের প্রায় ১০০ তরুণ প্রতিনিধি। গত ২৩-২৪ জুন ঢাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় কমনওয়েলথ সচিবালয় আয়োজিত এক কর্মশালায় তাঁরা এই অঙ্গীকার করেন।

মিডিয়া, সিভিল সোসাইটি, শিক্ষাঙ্গনসহ বিভিন্ন পেশা ও পটভূমির তরুণেরা এই কর্মশালায় অংশ নেন। কেস স্টাডি ও দলগত আলোচনার মাধ্যমে তাঁরা জানতে পারেন কীভাবে এসব মূল্যবোধ বাংলাদেশি বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। তাঁদের অঙ্গীকারের মধ্যে রয়েছে ভোটারদের উৎসাহিত করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরালো করা ও স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখা।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ কমনওয়েলথ চার্টারকে বিশ্বের ২ দশমিক ৭ বিলিয়ন মানুষের নৈতিক দিকনির্দেশনা বলে অভিহিত করেন। কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক লুইস ফ্রান্সেস্কি তরুণদের এই মূল্যবোধগুলোকে নিজেদের জীবনে ও নেতৃত্বে কাজে লাগানোর আহ্বান জানান।

এই কর্মশালার মাধ্যমে তরুণেরা কমনওয়েলথ চার্টারের মূল্যবোধগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছেন।

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক