হোম > জাতীয়

ঢাকা নিশ্চল নগরীতে পরিণত হয়েছে: সংসদে হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত কয়েক দিন ধরে রাজধানীতে ব্যাপক যানজটের চিত্র দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। যানজটে ঢাকা নিশ্চল নগরীতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি দলীয় সাংসদ সদস্য হারুনুর রশিদ।

আজ বুধবার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২২ উত্থাপন করলে বিলের সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন হারুনুর রশিদ।

হারুনুর রশীদ বলেন, ‘ঢাকা আজকে নিশ্চল নগরীতে পরিণত হয়েছে। টানা ১৫ বছর (১৩ বছর হবে) আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতায়, কিন্তু ঢাকা শহরের একটা ভয়াবহ দুরবস্থা। শব্দদূষণ বলেন, বায়ুদূষণ বলেন, পানিদূষণ বলেন, মশার উপদ্রব বলেন, এটা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সাংঘাতিক বিপর্যয় বলেন এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকা শুধু নয়, গোটা বাংলাদেশ একটি অবাসযোগ্য দেশে পরিণত হতে যাচ্ছে।’

হারুন বলেন, ‘সরকার শুধু মেগা প্রকল্পের দিকে দৃষ্টিপাত করছে। প্রধানমন্ত্রী বলেছেন, যারা দেখতে পায় না, চোখে চশমা দিতে। আমরা চোখে চশমা দিচ্ছি। আজকে বাড়ি থেকে সচিবালয়ে যেতে তিন ঘণ্টা লেগে যাচ্ছে। রোজাদাররা অফিস থেকে বাসায় এসে ইফতার করতে পারছেন না। মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে মশার উপদ্রবে নামাজে বিঘ্ন ঘটছে। এগুলো বাস্তব চিত্র। এই জায়গাগুলোতে কী পদক্ষেপ গ্রহণ করবেন?’

হারুনুর রশীদ বলেন, ‘আমরা কিছু বললে আপনারা বলেন বিএনপির আমলে কী হয়েছে? আরে বিএনপি তো ছিল ২০ বছর আগে ক্ষমতায়। আপনারা টানা ১৫ বছর ক্ষমতায়। আপনাদের পরিকল্পনা কী? আজকে ঢাকা নগরী যে বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। বর্জ্য ব্যবস্থাপনা, শব্দদূষণ, বায়ুদূষণে আপনারা বিএনপির চেয়ে উন্নতি করছেন, নাকি বিএনপির চেয়েও অবনতি ঘটেছে? এই জায়গাগুলো বলেন। যদি সুসংবাদ দিতে পারেন।’

মেট্রোরেল বাস্তবায়নে ঢাকা মহানগরীর যানজট দূর করা যাবে না বলে দাবি করেন হারুন। বলেন, ‘গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন আনতে হবে। এই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়ার জন্য স্থানীয় সরকারমন্ত্রীর প্রতি আহ্বান জানাব।’

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ