হোম > জাতীয়

প্রাথমিকে বদলি কার্যক্রম শুরু ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম।

আজ বুধবার দুপুরে সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আমিনুল ইসলাম বলেন, এই কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। এর পরবর্তী এক সপ্তাহের মধ্যে অনলাইন আবেদনের ফলাফল প্রকাশ করা হবে।

সিনিয়র সচিব বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলির পাইলটিং কার্যক্রম শুরু করা হয়। সেটিতে আমরা সফল হয়েছি। সে কারণে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সারা দেশে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ শেষে এক সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে। বদলিসংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে করা হবে।

আমিনুল ইসলাম আরও বলেন, এখন আন্তঃউপজেলা ও উপজেলার বাইরে বদলি করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে বন্ধ থাকবে।

সচিব বলেন, বর্তমানে সারা দেশে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। বর্তমানে তৃতীয় ধাপে কয়েকটি জেলায় মৌখিক পরীক্ষা চলছে। সারা দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শূন্য রয়েছে। সঠিক সংখ্যা নির্ণয়ে শিক্ষক বদলি কার্যক্রম আগে করা হবে। শিক্ষকদের বদলি শেষে শূন্য আসনের সঠিক সংখ্যা পাওয়া যাবে। তার ওপর ভিত্তি করে সকল শূন্য পদে যোগ্যদের নিয়োগ দেওয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিবুর রহমান প্রমুখ।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন