নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৯৬৯ জন। আজ বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সারা দেশে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৬৯ জন এবং বিভিন্ন অভিযোগে অন্যান্য মামলায় ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় একটি পাইপগান, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি দা, দুটি ছোরা ও দুটি তলোয়ার উদ্ধার করা হয়।
পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এআইজি ইনামুল হক সাগর।