হোম > জাতীয়

আম পাঠানোয় শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির চিঠি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আম পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনাকে চিঠি লিখেছেন মোদি। চিঠিতে দুই সরকারের অগ্রগতিতে অভিন্ন লাভজনক ক্ষেত্রগুলোতে সহযোগিতার বিষয়ে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন নরেন্দ্র মোদি। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আম পাঠানোর যে সৌজন্য আপনি দেখিয়েছে, তা আমাকে ছুঁয়ে গেছে। সম্প্রতি বাংলাদেশে সফরের সময়ে ঢাকায় আপনি যে উদার অতিথি পরায়ণতা দেখিয়েছেন সেই কথাই মনে করিয়ে দিয়েছে।

চিঠিতে মোদি আরও বলেন,  কোভিড-১৯ মহামারির বাধা সত্ত্বেও দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় সকল ক্ষেত্রে আমাদের দুই দেশের সহযোগিতা বিকাশ লাভ করে যাচ্ছে। এ বাধা সত্ত্বেও দুই দেশের বৈঠক ও প্রক্রিয়াগুলো অনুষ্ঠিত হওয়াতে আমি সন্তুষ্ট।

শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে চিঠি শেষ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা