হোম > জাতীয়

এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ অফিসে চলছে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, প্রকল্পের কাজ সম্পন্ন না করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের ৩৬টি এলজিইডি অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকালে দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে ৩৬টি এনফোর্সমেন্ট টিম পৃথকভাবে এসব অভিযান শুরু করে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।

তানজির আহমেদ অভিযানের বিষয়ে বলেন, এলজিইডি অফিসগুলোর বিরুদ্ধে বিভিন্ন ঠিকাদারি প্রকল্প এবং উন্নয়নকাজে অনিয়মের অভিযোগে দুদক এই অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা ও মনির মিয়ার নেতৃত্বে একটি দল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে।

দুদক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করে আত্মসাৎ, এলজিইডির তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখার অভিযোগসহ অন্তত শতাধিক অভিযোগ অভিযান পরিচালনা করছে দুদক।

যেসব কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে— ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়, কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল ও মাদারীপুর অফিসে অভিযান পরিচালনা করছে দুদক।

গোপালগঞ্জের কোটালিপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অফিসে অভিযান পরিচালনার বিষয়টি জানিয়েছেন দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান উপপরিচালক মশিউর রহমান।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে এসেছে। বিশেষ করে কাজ না করে বিল উত্তোলন, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ঠিকাদারি কাজে অনিয়ম ও ঘুষ লেনদেনের মতো গুরুতর অভিযোগ এসেছে। অভিযোগ যাচাই-বাছাই করতে, অভিযোগের সত্যতা অনুসন্ধানে আমাদের টিম সেখানে কাজ করছে।’

একই দিনে চট্টগ্রাম বিভাগের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১ ও ২, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রাঙ্গামাটি ও কক্সবাজার; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর; সিলেটে বিভাগের সিলেট ও হবিগঞ্জ; খুলনা বিভাগের খুলনা, যশোর, বাগেরহাট ও ঝিনাইদহ; বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর; রাজশাহী বিভাগের পাবনা, বগুড়া, রাজশাহী ও নওগাঁ; রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার আওতাধীন এলজিআরডি অফিসে অভিযান পরিচালনা করছে দুদক।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়