নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটালি সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করতে এ সংক্রান্ত আগের আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘এভিডেন্স অ্যাক্টের’ সংশোধিত খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, করোনার পর থেকে ডিজিটালি মামলা-মোকদ্দমা করা হয়। আইন অনুযায়ী ডিজিটালি এভিডেন্স গ্রহণ করা হতো না। আইন সংশোধন হলে ডিজিটাল এভিডেন্স গ্রহণ করা হবে। ডিজিটাল সাক্ষ্য উপস্থাপন করা হবে।