হোম > জাতীয়

ইসিতে ডিসি-এসপিদের হইচই, ‘ভুল বোঝাবুঝি’ বলছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতবিনিময় সভায় এক নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ নিয়ে এত চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে।। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না।’ 

গত শনিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় বিগত ভোট ও জেলা পরিষদ ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তখনই সভাকক্ষে হইচই শুরু হয়। ডিসি এসপিদের আপত্তির মুখে সেই কমিশনার বলেন, আপনারা আমার বক্তব্য শুনতে চান কি না? জবাবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নেতিবাচক সাড়া দিলে বক্তব্য থামিয়ে ডায়াস ছেড়ে চলে যান তিনি।

এর আগে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ওই ঘটনায় তিনি বিব্রত হলেও বিচলিত নন। ইসি আনিছুরের কথা ডিসি-এসপিদের ভালো লাগেনি। তবে কথাগুলো সত্য এবং অমূলক নয় বলে মনে করেন এই নির্বাচন কমিশনার ৷

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা