হোম > জাতীয়

ইসিতে ডিসি-এসপিদের হইচই, ‘ভুল বোঝাবুঝি’ বলছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতবিনিময় সভায় এক নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ নিয়ে এত চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে।। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না।’ 

গত শনিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় বিগত ভোট ও জেলা পরিষদ ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তখনই সভাকক্ষে হইচই শুরু হয়। ডিসি এসপিদের আপত্তির মুখে সেই কমিশনার বলেন, আপনারা আমার বক্তব্য শুনতে চান কি না? জবাবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নেতিবাচক সাড়া দিলে বক্তব্য থামিয়ে ডায়াস ছেড়ে চলে যান তিনি।

এর আগে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ওই ঘটনায় তিনি বিব্রত হলেও বিচলিত নন। ইসি আনিছুরের কথা ডিসি-এসপিদের ভালো লাগেনি। তবে কথাগুলো সত্য এবং অমূলক নয় বলে মনে করেন এই নির্বাচন কমিশনার ৷

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন