হোম > জাতীয়

দেশে ফেরা নারী কর্মীদের ৬০% বেকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভাগ্য ফেরার আশায় বিদেশে পাড়ি দিয়ে শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে নারী কর্মীদের। দেশে ফেরা এই নারীদের ২৩ শতাংশই এক বছরের কম সময় বিদেশে অবস্থান করেছেন। আর ১৮ শতাংশ নারী এক বছরের সামান্য বেশি সময় থেকেছেন। এ ছাড়া দেশে ফেরা এই নারী কর্মীদের ৬০ শতাংশই থাকছেন বেকার। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) ‘দেশে ফিরে আসা অভিবাসী নারী শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে বিল্স সেমিনার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। চট্টগ্রাম, যশোর এবং ফরিদপুরের ৩২৩ জন প্রত্যাবাসী অভিবাসী নারী কর্মীর ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে বিলস। 

তবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিষদ সদস্য সাকিল আখতার চৌধুরী জানিয়েছেন, কোনো নির্দিষ্ট সময়সীমাকে ভিত্তি ধরে এই গবেষণাটি করা হয়নি। যে ৩২৩ জনের ওপর জরিপ চালানো হয়েছে তাঁদের কেউ কেউ ১০ বছর আগে দেশে ফিরেছেন, কেউ ফিরেছেন দুই বছর আগে। 

বিল্সের গবেষণায় দেখা যায়, দেশে ফেরত আসা প্রতি ৩ জন নারী শ্রমিকের মধ্যে ১ জনের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। তাঁদের অধিকাংশই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ৮৫ শতাংশ বর্তমান কাজ নিয়ে হতাশ এবং ৫৭ শতাংশ তাঁদের জীবন ও জীবিকা নিয়ে চিন্তিত। 

জরিপে অংশ নেওয়া ৫২ শতাংশ জানিয়েছেন তাঁরা বিদেশে জবরদস্তিমূলক শ্রমের শিকার হয়েছেন। ৬১ শতাংশ খাদ্য ও পানির অভাবে ভুগেছেন। ৭ শতাংশ যৌন এবং ৩৮ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। 

বিদেশ ফেরত নারী কর্মীদের বর্তমান অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে, ৬৫ শতাংশ কর্মীর নিয়মিত মাসিক কোনো আয় নেই। ৬১ শতাংশ এখনো ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন। ৭৫ শতাংশের কোনো সঞ্চয় নেই। আর ৭৩ শতাংশ পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন।

বিদেশ ফেরত নারী কর্মীদের শারীরিক স্বাস্থ্যের অবস্থাও নাজুক। ৫৫ শতাংশ অসুস্থ, ২৯ শতাংশের মানসিক অসুস্থতা রয়েছে এবং ৮৭ শতাংশ কর্মী মানসিক অসুস্থতার কোনো চিকিৎসা পাননি। 

বিল্সের সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশ ফেরত নারী কর্মীরা সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছেন। পরিবারেও বৈরী এবং অমানবিক আচরণের শিকার হচ্ছেন। ৩৮ শতাংশ নারী কর্মী বলছেন, সমাজে তাঁদের নিচু শ্রেণির চরিত্রহীন নারী বলে গণ্য করা হয়। 

তবে এর মধ্যে কিছু নারী অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তাঁরা ভালো পরিবেশে কাজ করেন, ভালো রেমিট্যান্স আয় করেছেন এবং ভালো সঞ্চয় রয়েছে। তাঁদের এখন নিয়মিত আয়ের উৎস রয়েছে। তাঁরা শারীরিক এবং মানসিকভাবেও সুস্থ। 

বিদেশ ফেরত নারী শ্রমিকদের উন্নয়নে বিলস্-এর গবেষণা প্রতিবেদনে কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-প্রত্যাবাসী নারী কর্মীদের জন্য উপযুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রণয়ন করা; উপযুক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়া; সহজ শর্তে ঋণ প্রদানের পাশাপাশি উপযুক্ত বাণিজ্যিক পরামর্শ দেওয়া। 

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিল্স গবেষণা বিভাগের উপপরিচালক মনিরুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিলস্ নির্বাহী পরিষদ সদস্য সাকিল আখতার চৌধুরী, আব্দুল ওয়াহেদ এবং পূলক রঞ্জন ধর, বিল্স পরিচালক নাজমা ইয়াসমীন, উপপরিচালক এমএ মজিদ প্রমুখ। 

জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশে হাদির দাফনের প্রস্তুতি

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

হাদির জানাজায় জাতীয় পতাকা ছাড়া কোনো পতাকা না আনার অনুরোধ পরিবারের

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, সংসদ ভবনে জানাজার প্রস্তুতি

হাদির জানাজায় অংশ নিতে সংসদ এলাকায় জনস্রোত

সোশ্যাল মিডিয়ায় সহিংসতার উসকানিমূলক পোস্টে রিপোর্ট করা যাবে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে

হাদিকে হত্যা ও পরবর্তী সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে হাদির মরদেহ

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ