বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগমকে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
২৫তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনকে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও করেছে সরকার।