হোম > জাতীয়

৩৫ বেসরকারি টিভি অনএয়ারে, আরও কয়েকটি আসছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। বর্তমানে অনএয়ারে আছে ৩৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। শিগগিরই আরও কয়েকটি অনএয়ারে আসছে।

জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকেরা গণমাধ্যম চালান আর গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। গণমাধ্যম সমাজকে সঠিকভাবে প্রভাবিত করতে, ক্ষমতাসীনদের দৃষ্টি যেখানে যায় না সেখানে তাঁদের দৃষ্টি ফেরাতে এবং ক্ষমতাহীনদের পক্ষে কথা বলার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাই গণমাধ্যমের সুষ্ঠু বিকাশ রাষ্ট্রের বিকাশের সঙ্গে সম্পর্কিত, আমরা সেটিতে বিশ্বাস করি। সাড়ে ১২ বছরে দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। ৩৫টি বেসরকারি টিভি চ্যানেল অনএয়ারে আছে, সহসাই আরও কয়েকটি অনএয়ারে আসবে।

কোনো প্রতিষ্ঠানে ১০০ জনের বেশি কর্মী থাকলে সেখানে বিমা করা বাধ্যতামূলক। এই প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমি সব গণমাধ্যমের মালিকদের প্রতি অনুরোধ জানাব বিমা আইন অনুযায়ী আপনারা আপনাদের সাংবাদিক-কর্মচারীদের বিমাটা করবেন। তাহলে সেটির পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা উপকৃত হবে, একই সঙ্গে দায়িত্বও পালন করা হবে।

মন্ত্রী বলেন, করোনাকালে অনেক গণমাধ্যমের অসুবিধা হয়েছিল, প্রায় সব গণমাধ্যমের উপার্জন কমে গিয়েছিল। সে জন্য এই চাপের পুরোটা যদি গণমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক-কর্মচারীদের ওপর দেওয়া হয় সেটি অন্যায়, সেটিই অনেক ক্ষেত্রে হয়েছে, সেটি হওয়া সমীচীন হয়নি। এখন করোনা কেটে গেছে। আমি আশা করব যাদের ছাঁটাই করা হয়েছিল, তাদের আবার কাজে ফিরিয়ে নেওয়া হবে।

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি খায়রুজ্জামান খান কামালের সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ