হোম > জাতীয়

আর্টিলারি রেজিমেন্টকে প্রযুক্তি ও পেশাগত দক্ষতায় জোর দেওয়ার তাগিদ সেনাপ্রধানের

আজকের পত্রিকা ডেস্ক­

চট্টগ্রামে রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । ছবি: আইএসপিআর

আর্টিলারি রেজিমেন্টকে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতায় জোর দেওয়ার তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার চট্টগ্রামে সেনাবাহিনী প্রধান কর্তৃক রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলন এবং ৫০০ শয্যার আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এই কথা বলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সেনাপ্রধান উপস্থিত রেজিমেন্ট অব আর্টিলারির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারির সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া রেজিমেন্ট অব আর্টিলারির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

সেনাপ্রধান নবগঠিত ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’ থেকে জ্যেষ্ঠতম ইউনিট অধিনায়ককে সোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ দ্বারা অলংকৃত করেন। এ ছাড়াও তিনি পরিচালক, এডহক আর্মি এয়ার ডিফেন্স পরিদপ্তরের নিকট নবগঠিত কোরের পতাকা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর সকল আর্টিলারি ব্রিগেডের কমান্ডারগণ, আর্টিলারি ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন