হোম > জাতীয়

সরকারি কর্মকর্তা ও সন্ত্রাসী পরিচয়ে হুমকি দিয়ে টাকা হাতানো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কখনো সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে গণ্যমান্য ব্যক্তিদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। অবশেষে সেই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন—মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)। গতকাল রাজধানীর মিরপুর, পল্লবী ও গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে মানুষকে হুমকি দিয়ে টাকা আদায় করছে। কখনো নিজেদের সচিব, যুগ্মসচিব বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো শীর্ষ সন্ত্রাসী ‘শাহাদাৎ’ পরিচয়ে পরিচিত হয়ে তারা ভয়ভীতি ছড়াত।

ডিবির মতিঝিল বিভাগের একটি টিম প্রথমে মিরপুরের মধ্য পাইকপাড়া থেকে আব্দুল মান্নান দুলালকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পল্লবী থেকে নাসিম হাসান লাভলু এবং গাজীপুর থেকে ইলিয়াস শিকদারকে আটক করা হয়।

তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিমকার্ড, বিভিন্ন ভুয়া পরিচয়ে তৈরি আটটি সিল, নাম-ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া পরিচয়পত্র ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিসি তালেবুর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরিকল্পিতভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে ফোন করত। হুমকি, ভয় বা লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করত। তাঁদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন