হোম > জাতীয়

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের এয়ারসিয়াল

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

ফ্লাই জিন্নাহর পর এবার পাকিস্তানের আরেকটি বিমান সংস্থা এয়ারসিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে অনুমতি পেয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য এয়ারসিয়ালকে আমরা অনুমতি দিয়েছি। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’

বেবিচকের অনুমতি পেলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নিয়ম অনুযায়ী এয়ারসিয়ালকে বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ দিতে হবে এবং ফ্লাইট স্লটের জন্য আবেদন করতে হবে।

এয়ারসিয়াল একটি বেসরকারি এয়ারলাইন, যার সদর দপ্তর পাকিস্তানের সিয়ালকোটে অবস্থিত। ২০১৫ সালের আগস্টে প্রতিষ্ঠিত এই এয়ারলাইনসের বর্তমানে ছয়টি এয়ারবাস রয়েছে। এয়ারসিয়াল শুধু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট সংযোগই নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যেও ট্রানজিট সুবিধা দেবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের আরেকটি বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল বেবিচক।

প্রসঙ্গত, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। সেবার নিরাপত্তা ও পরিচালনাগত নানা সমস্যার কারণে পিআইএ বাংলাদেশ রুট থেকে সরে যায়।

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে