হোম > জাতীয়

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের এয়ারসিয়াল

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

ফ্লাই জিন্নাহর পর এবার পাকিস্তানের আরেকটি বিমান সংস্থা এয়ারসিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে অনুমতি পেয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য এয়ারসিয়ালকে আমরা অনুমতি দিয়েছি। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’

বেবিচকের অনুমতি পেলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নিয়ম অনুযায়ী এয়ারসিয়ালকে বাংলাদেশে একটি জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ দিতে হবে এবং ফ্লাইট স্লটের জন্য আবেদন করতে হবে।

এয়ারসিয়াল একটি বেসরকারি এয়ারলাইন, যার সদর দপ্তর পাকিস্তানের সিয়ালকোটে অবস্থিত। ২০১৫ সালের আগস্টে প্রতিষ্ঠিত এই এয়ারলাইনসের বর্তমানে ছয়টি এয়ারবাস রয়েছে। এয়ারসিয়াল শুধু বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট সংযোগই নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যেও ট্রানজিট সুবিধা দেবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের আরেকটি বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহকে করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল বেবিচক।

প্রসঙ্গত, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। সেবার নিরাপত্তা ও পরিচালনাগত নানা সমস্যার কারণে পিআইএ বাংলাদেশ রুট থেকে সরে যায়।

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান