নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করেছে সরকার।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ২৭ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয় তাকে। মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী চলতি বছরের ২২ মে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন।
নবম ব্যাচের এই কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।