হোম > জাতীয়

শুক্রবার চট্টগ্রামে কারফিউ ১২ ঘণ্টা শিথিল, ঢাকায় রাতে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশব্যাপী কারফিউ চলমান রয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সাত ঘণ্টা শিথিল ছিল কারফিউ। আগামীকাল শুক্রবার চট্টগ্রামে ১২ ঘণ্টাব্যাপী কারফিউ শিথিল থাকবে। ঢাকার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে রাতে। 

আগামীকাল শুক্রবার ঢাকা ও আশপাশের জেলাগুলোতে কত ঘণ্টা কারফিউ শিথিল করা হবে, সেটি আজ বৃহস্পতিবার রাত ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় সভা শেষে জানা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরিস্থিতি দেখে আগামী শনিবার কত ঘণ্টা শিথিল করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত গ্রুপ দেশব্যাপী ব্যাপক সহিংস ধ্বংসযজ্ঞ চালায়। দেশের মানুষের জীবন ও জানমাল রক্ষার্থে সরকার কারফিউ জারি করে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে দেওয়া হবে। 

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবারও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীসহ চার জেলায় কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউ থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন