হোম > জাতীয়

মনপুরা দ্বীপে ৩ মেগাওয়াট হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রত্যন্ত অঞ্চল মনপুরা দ্বীপে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে সরকার। এ জন্য আজ সোমবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেডের (ডব্লিউএমএসপিএল) মধ্যে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব নিরোদ চন্দ্র মণ্ডল ও ওজোপাডিকোর সচিব মো. আলমগীর কবির এবং ডব্লিউএমএসপিএলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় দ্বীপ অঞ্চল মনপুরায় ৩ মেগাওয়াট সোলার-ব্যাটারি-ডিজেল সংবলিত একটি হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎসচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘আগামী দিনের জ্বালানি হলো নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার নানাভাবে সহযোগিতা করছে। টেকসই জ্বালানির প্রতি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহিত করা হচ্ছে। মনপুরার এই বিদ্যুৎকেন্দ্রটি অনেক দিক থেকেই অন্যরকম। সোলারের সঙ্গে ব্যাটারি ও ডিজেল থাকবে।’ 

বিদ্যুৎসচিব আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে আরও বিদ্যুৎ পেলে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সহজ হতো। এই বিদ্যুৎকেন্দ্র থেকে উক্ত এলাকার জনগণ গ্রিডের মানসম্পন্ন বিদ্যুৎ পাবে। ২০ বছর মেয়াদি এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে। মনপুরা দ্বীপের ২০ হাজার ৪৮৩ গ্রাহক সরকারি মূল্যে বিদ্যুৎ সুবিধা পাবেন। এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে উক্ত দ্বীপে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশসহ জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন হবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ওজোপাডিকো চেয়ারম্যান সেলিম আবেদ, স্রেডার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম ও প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান বক্তব্য দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব