হোম > জাতীয়

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ : মৃত্যুদণ্ড পাওয়া মোবারকের আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও ‘রাজাকার কমান্ডার’ হিসেবে পরিচিত মোবারক হোসেনের করা আপিলের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন।

আদালতে মোবারক হোসেনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে করা মামলায় মোবারক হোসেনকে ২০১৪ সালের ২৪ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে সে বছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন মোবারক। এই শুনানি দীর্ঘদিন বন্ধ ছিল।

গত রোববার ‘ট্রাইব্যুনালে দণ্ডিত ৫২ জনের আপিল নিষ্পত্তির অপেক্ষায়’ শিরোনামে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর আজ থেকে মোবারক হোসেনের করা আপিলের শুনানি শুরু হলো।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন