হোম > জাতীয়

বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে বিতর্কিত ৩ নির্বাচন তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া তিনটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকাকে ঘিরে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যদের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই কমিটির প্রধান হলেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। বর্তমানে তিনি আইন কমিশনের সদস্য পদে আছেন।

শামীম হাসনাইন ছাড়া কমিটির বাকি ৪ সদস্য হলেন—শামীম আল মামুন, সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১), কাজী মাহফুজুল হক (সুপণ), সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা ও ড. মো. আব্দুল আলীম, নির্বাচন বিশেষজ্ঞ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশে বহু বিতর্ক, সমালোচনার অভিযোগ উঠেছে। এই তিন নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার ভূলুণ্ঠিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে সুপারিশ প্রণয়নে ৫ সদস্যের কমিটি গঠন করেছে।

কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই কমিটিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাচিবিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজনে যেকোনো দপ্তরের দলিল দস্তাবেজ তলব করতে ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান