হোম > জাতীয়

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গত এক মাসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থাবর ও অস্থাবর দুই ধরনের সম্পদই ক্রোক ও অবরুদ্ধের আদেশ দেন। আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্তার হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে দুদকের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে গত এক মাসে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, গত বছরের ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ১ হাজার ৮৪৬ কোটি ৮২ লাখ ১৭ হাজার ৯৬৩ টাকার সম্পদ ক্রোক করে। একই সময়ে আরও ৫৫০ কোটি ৭০ লাখ ৪ হাজার ৫০ টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়।

ক্রোক করা সম্পদের মধ্যে রয়েছে ২ হাজার ১৬২ একর জমি, সাতটি ভবন, ৯টি ফ্ল্যাট, পাঁচটি প্লট, তিনটি বাড়ি, দুটি দোকান ও একটি মার্কেট। অন্যদিকে অবরুদ্ধ সম্পদের তালিকায় রয়েছে ৪১৭টি ব্যাংক হিসাবে জমা ১৩২ কোটি ৮৬ লাখ টাকা, ৫৯টি কোম্পানির শেয়ার, যার মূল্য ১৬৩ কোটি ৪৩ লাখ টাকা, ৩২১টি পে-অর্ডারে ২৪২ কোটি টাকা, ১০টি এফডিআর ও চারটি গাড়ি।

দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ডিসেম্বর মাসেই সংস্থাটি ৫৬টি মামলা করেছে। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২১টি, অর্থ আত্মসাতের অভিযোগে ১০টি ও অর্থ পাচারের অভিযোগে ২৫টি মামলা রয়েছে।

এসব মামলায় মোট ৫৭৯ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে সরকারি চাকরিজীবী ১১৯ জন, বেসরকারি চাকরিজীবী ৩২২ জন, ব্যবসায়ী ৩৯ জন, রাজনীতিবিদ ১৭ জন, জনপ্রতিনিধি ৯ জন এবং অন্যান্য পেশার ৭৩ জন রয়েছেন।

দুদকের করা মামলাগুলোর মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সালমান এফ রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য ফজলে নূর তাপসসহ দুই মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৯ জন সাবেক সংসদ সদস্যের নাম রয়েছে।

এ ছাড়া গত এক মাসে ২৩৪ জনের বিরুদ্ধে ৬২টি চার্জশিট দাখিল করা হয়েছে। একই সময়ে ৯ জনকে অব্যাহতি দিয়ে আটটি ফাইনাল রিপোর্ট (এফআর) অনুমোদন, ১৩৮টি অভিযোগে নতুন করে অনুসন্ধানের সিদ্ধান্ত, ৯টি অভিযোগ নিষ্পত্তি এবং ৫০টি অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করেছে কমিশন।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব