হোম > জাতীয়

আন্দোলনে সম্পৃক্ত নারীদের খুঁজতে ১০০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে: শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলনে সম্পৃক্ত নারীদের খুঁজতে ১০০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার (১৪ জুলাই) গণভবনে জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা স্মরণ করে ‘জুলাই উইমেন্স ডে’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী ঘর বন্ধ করে বসে আছেন। তাঁরা হতাশাগ্রস্ত। তাঁদের খুঁজে বের করতে হবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রত্যেক নারী যোদ্ধাকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নারীরা ‘‘সাইবার বুলিং’’-এর শিকার হচ্ছেন। প্রথমে তাঁদের খুঁজে বের করে কাউন্সেলিং করা হবে। পরবর্তী সময়ে তাঁদের কীর্তি সংরক্ষণ করা হবে।’

মুখ লুকিয়ে ফেলা নারী যোদ্ধাদের খুঁজে বের করার উদ্যোগ নিতে এত সময় লাগল কেন, এক সাংবাদিকদের এ প্রশ্নে শারমীন মুরশিদ বলেন, ‘এ বিষয়গুলো আমাদের গোচরে আসতে সময় লেগেছে। আমরা তাদের কাছে যথাযথ সময় পৌঁছাতে পারিনি। তবে দেরিতে হলেও ১০০ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সময় সম্পৃক্ত নারীদের খুঁজে বের করতে।’

শারমীন মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানে ছেলেরা যখন আক্রান্ত হচ্ছিলেন, মেয়েরা এগিয়ে এসে তাঁদের রক্ষা করেছেন।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৪ জুলাই দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মেয়েরা বের হয়ে আসেন। তাঁরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। মেয়েদের অবদান স্মরণ করতে দিনটি নানাভাবে উদ্‌যাপন করছে সরকার। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।

এ দিন বিকেলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মানিক মিয়া অ্যাভিনিউয়ে রিকশা র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

র‍্যালি শেষে জাতীয় সংসদ প্লাজার দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘ইতিহাস সব সময় মেয়েদের আড়াল করে ফেলে। মেয়েরা হবে সেই ইতিহাসের রচয়িতা। সমাজে যে ভারসাম্যহীনতা আছে, মেয়েরা যে অন্যায়-অত্যাচার-হুমকি-সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, মনে হচ্ছে সেসব যুদ্ধের অবসান ঘটেনি।’

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা রিকশাচালকদের সম্মান জানিয়ে সালাম জানান নারীরা।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘রিকশাচালকের অবদান আমরা ভুলব না। তাদেরকে স্যালুট জানাই।’

জুলাই উইমেন্স ডে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারেও পালিত হচ্ছে অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত দিয়ে জুলাইকন্যাদের স্মরণ অনুষ্ঠান শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ছয়টি ডকুমেন্টারি দেখানো হবে।

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা চলছে, সংসদ ভবন এলাকা লোকারণ্য

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য