সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেছেন, স্বীয় অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ সাজ্জাদ। করোনা পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরে করোনা নেগেটিভ ফল এলেও করোনা-পরবর্তী নানা জটিলতায় আক্রান্ত হন তিনি। ৫৪ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন অভিনেতা সাজ্জাদ মাহমুদ।