হোম > জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্র থেকে চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে বিক্রির জন্য এই চিনি কেনা হবে।

আজ ক্রয় কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, টিসিবির জন্য ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (যুক্তরাষ্ট্রের কোম্পানি) থেকে স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেডের মাধ্যমে এ চিনি কেনা হবে।

গত সোমবার সংবাদ সম্মেলনে বিদেশিদের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি বলেছিলেন, ‘আমাদের অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে বলে দিয়েছি, কেনাকাটার ক্ষেত্রে যারা আমাদের ওপর স্যাংশান দেবে, আমরা তাদের কাছ থেকে কোনো কিছু কিনব না।’

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রধানমন্ত্রীর ওই নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে কি না চাইলে সাঈদ মাহবুব খান বলেন, ‘না, এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।’

যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনা প্রধানমন্ত্রীর নির্দেশনার লঙ্ঘন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না।’

বাংলাদেশের কেনাকাটার ওপর কোনো দেশের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার খবর নেই। তবে সরকারের অগ্রাধিকার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ঋণ পরিশোধ নিয়ে সম্প্রতি এক জটিলতা তৈরি হয়েছে।

ডলার সংকটের কারণে সরকার রুবল বা চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে দায় শোধ করতে চেয়েছিল। কিন্তু দুবারে নেওয়া দুটি উদ্যোগেই বাগড়া দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে ৯ মে ক্রয় কমিটির সভায় সিঙ্গাপুর থেকেও সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি কেজি চিনির দাম ধরা হয় ৮২ টাকা ৯৪ পয়সা।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির