হোম > জাতীয়

নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তা মিরা রেজনিক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপে অংশ নিতে তিনি ঢাকা সফরে এসেছেন। এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে এমন তথ্য দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

মিরা রেজনিককে বাংলাদেশে স্বাগত জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে আজ সোমবার সকালে এই পোস্ট করা হয়। 

মার্কিন দূতাবাসের পোস্টে আরও বলা হয়, মিরা রেজনিককে স্বাগতম। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। মিরা রেজনিকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা ও সন্ত্রাসবাদ দমন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে। 

এর আগে গতকাল রোববার ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এ সংলাপে নেতৃত্ব দেবেন। 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ