চলতি বছর হজে ৪৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮ হাজার ৯২ হাজি হারিয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৮২ বছর বয়সী একজনকে খুঁজে পাওয়া যায়নি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম উপদেষ্টা আ আ খ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজে বাড়িভাড়া কিছুটা কমদামে পাওয়ায় প্রত্যেকে টাকা ফেরত পাবেন। ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬৪২ টাকা পর্যন্ত ফেরত পাবেন। প্যাকেজ অনুযায়ী এই টাকা হজযাত্রীদের মধ্যে ফেরত দেওয়া হবে।
এ বছর হজযাত্রীদের সেবায় সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকার ওষুধের ব্যবস্থা করা হয়েছিল।
ধর্ম উপদেষ্টা আরও জানান, আগামী বছরের হজ প্যাকেজ এবারের চেয়ে যাতে আরও ভালোভাবে কার্যক্রম সম্পন্ন করা যায় এবং টাকার পরিমাণ কমানো যায়, এ বিষয়ে আলোচনা চলছে।