হোম > জাতীয়

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মিয়ানমারের সরকারি বাহিনীর ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভেতরে পড়ায় ক্ষুব্ধ সরকার। আজ মঙ্গলবার ঢাকায় দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে এই ক্ষোভ প্রকাশ করা হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতকে ডেকে মর্টার শেলের বিষয়ে বাংলাদেশের প্রতিবাদের কথা জানান। এ বিষয়ে মিয়ানমার সরকারের জন্য রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিক চিঠি হস্তান্তর করেন তিনি।

রাষ্ট্রদূত মোয়ে মহাপরিচালককে বাংলাদেশের অবস্থানের কথা নিজ দেশের সরকারকে অবহিত করবেন বলে জানিয়েছেন। 

এদিকে আজ মঙ্গলবারও মিয়ানমারের রাখাইনের আকাশ থেকে ছোড়া একটি মর্টার শেল বাংলাদেশ সীমানার ভেতরের জনপদে এসে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। 

এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আজ সকাল পর্যন্ত রাখাইনে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে থাকা মিয়ানমারের ২২৯ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাঁদের নিরস্ত্র করে আশ্রয় দেওয়া হয়েছে। 

মিয়ানমারের উত্তর রাখাইনে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে দেশটির সশস্ত্র বাহিনীর। হেলিকপ্টার থেকে গতকাল সোমবার সশস্ত্র বাহিনীর ছোড়া মর্টারশেল বাংলাদেশের ভেতরে এসে পড়ে। এতে দুজন নিহত হন।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব