হোম > জাতীয়

আচরণবিধি লঙ্ঘন: নৌকার হাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরকারদলীয় সংসদ সদস্য ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আব্দুল হাই, তাঁর সমর্থকসহ আটজনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার রাতে ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবীল বাজারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে ঢুকে ছবি ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনার বিষয়ে মামলা করার নির্দেশনা দেওয়া হয়। 

আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল হাই ছাড়াও যাঁদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে, তারা হলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকু শিকদার, শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্যা, একই উপজেলার ফুলহরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান, ভাঙ্গুরা উপজেলার মন্ডতোষ ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু, ফরিদপুর-১ আসনের সেলিমুজ্জামান লিটু।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে নির্বাচন ভবনে ডেকে শুনানি করেছে কমিশন। সোমবার শুনানি করা হলেও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি কমিশন। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়