হোম > জাতীয়

১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন, আছেন যাঁরা

আজকের পত্রিকা ডেস্ক­

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। ছবি: সংগৃহীত

সরকার গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

কমিশনের উদ্দেশ্য

গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা তৈরি করে তা বাস্তবায়নের সুপারিশ করবে এই কমিশন। আগামী ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সবার মতামত সংগ্রহ করে প্রধান উপদেষ্টার কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

কমিশনের সদস্যরা হলেন:

এই কমিশনে দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিরা। তাঁদের মধ্যে রয়েছেন—

-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিআরা নাসরীন।

-সম্পাদক পরিষদের প্রতিনিধি ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

-নোয়াবের সচিব আখতার হোসেন খান।

-অ্যাটকো প্রতিনিধি।

-জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

-যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

-মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক জিমি আমির।

-দ্য ডেইলি স্টারের প্রতিনিধি মোস্তফা সবুজ।

-দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপসম্পাদক টিটু দত্ত গুপ্ত।

-শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।

সরকারি সুবিধা

কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন এবং সুযোগ–সুবিধা পাবেন। তবে কেউ চাইলে অবৈতনিক দায়িত্ব পালন করতে পারবেন। কমিশন প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

সাচিবিক সহায়তা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

সরকারের অন্যান্য সংস্কার কমিশন

এর আগে সরকার নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন ও দুর্নীতি দমনসহ ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। একই সঙ্গে আরও তিনটি কমিশন—স্বাস্থ্য, শ্রমিক অধিকার এবং নারীবিষয়ক সংস্কারের জন্য প্রধানদের নাম ঘোষণা করা হয়েছে।

গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের মাধ্যমে সরকার একটি স্বাধীন, দায়িত্বশীল এবং শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির