হোম > জাতীয়

১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন, আছেন যাঁরা

আজকের পত্রিকা ডেস্ক­

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। ছবি: সংগৃহীত

সরকার গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

কমিশনের উদ্দেশ্য

গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা তৈরি করে তা বাস্তবায়নের সুপারিশ করবে এই কমিশন। আগামী ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সবার মতামত সংগ্রহ করে প্রধান উপদেষ্টার কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

কমিশনের সদস্যরা হলেন:

এই কমিশনে দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিরা। তাঁদের মধ্যে রয়েছেন—

-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিআরা নাসরীন।

-সম্পাদক পরিষদের প্রতিনিধি ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

-নোয়াবের সচিব আখতার হোসেন খান।

-অ্যাটকো প্রতিনিধি।

-জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

-যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

-মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক জিমি আমির।

-দ্য ডেইলি স্টারের প্রতিনিধি মোস্তফা সবুজ।

-দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপসম্পাদক টিটু দত্ত গুপ্ত।

-শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।

সরকারি সুবিধা

কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন এবং সুযোগ–সুবিধা পাবেন। তবে কেউ চাইলে অবৈতনিক দায়িত্ব পালন করতে পারবেন। কমিশন প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

সাচিবিক সহায়তা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

সরকারের অন্যান্য সংস্কার কমিশন

এর আগে সরকার নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন ও দুর্নীতি দমনসহ ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। একই সঙ্গে আরও তিনটি কমিশন—স্বাস্থ্য, শ্রমিক অধিকার এবং নারীবিষয়ক সংস্কারের জন্য প্রধানদের নাম ঘোষণা করা হয়েছে।

গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের মাধ্যমে সরকার একটি স্বাধীন, দায়িত্বশীল এবং শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে।

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই