হোম > জাতীয়

ঠিকমতো ভোট না হলে কেন্দ্র বন্ধ হবে, আবার নির্বাচন হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঠিকমতো ভোট না হলে সংশ্লিষ্ট কেন্দ্র বন্ধ করে দিয়ে আবার নির্বাচনের আয়োজন করতে হবে। এজন্য সাহসী হওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।   

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন সিইসি। 

অনুষ্ঠানের শেষের দিকে দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী সিইসির বক্তব্যের প্রেক্ষিতে জানতে চান—‘আপনি প্রিসাইডিং অফিসারকে বলেছেন যে, যদি নির্বাচন ঠিকমতো না হয়, তাহলে লিভ ইট।’

সারা দেশে যদি নির্বাচন ঠিকমতো না হয়, তাহলে আপনি কী করবেন—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না হলে নির্বাচন হবে না। পুরো দেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে, আবার হবে। ওই সেন্টারে বন্ধ হয়ে যাবে, আবার করবেন। উই হ্যাভ টু বি ক্যারিজিয়াজ, উই হ্যাভ টু ডু দ্যাট।’ 

এর আগে সিইসি তাঁর বক্তব্যে বলেন, ‘ভোটকেন্দ্রে সিইসি হচ্ছেন প্রিসাইডিং অফিসার। তাকে বলা হয়েছে যে নির্বাচনে অনিয়ম হলে তা প্রতিহত করার উদ্যোগ নেবে। না পারলে বাইরে গিয়ে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবে। তারপরও তা প্রতিহত করতে না পারলে সেখান থেকে চলে যাবে। ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। পরে সেখানে আবার ভোট হবে।’ 

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত কর্মশালায় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী