হোম > জাতীয়

২ হাজার যৌনকর্মী পাচ্ছেন ২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রণালয় ২ হাজার ৯৪ জন যৌনকর্মীকে ১০ হাজার টাকা করে মোট ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা দিচ্ছে। নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষের মাধ্যমে যৌনকর্মীদের ব্যাংক হিসাবে এই টাকা দেওয়া হচ্ছে। যৌনকর্মীদের মানবাধিকার রক্ষার দাবিতে গড়ে ওঠা মোর্চা ‘সংহতি’ আজ বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নারীপক্ষের সদস্য ও সংহতির সভাপ্রধান মাহবুবা মাহমুদ লীনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ২২ আগস্ট ‘সংহতি’র প্রতিনিধিসহ যৌনকর্মীদের একটি দল সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে উপদেষ্টা সরকারি তহবিল থেকে ২ হাজার ৯৪ জন যৌনকর্মীর প্রত্যেককে ১০ হাজার করে মোট ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। এরপর চলতি বছর ১ জুন উপদেষ্টা সংহতির সভাপ্রধান ও নারীপক্ষের প্রতিনিধির হাতে ২ হাজার ৯৪ জন যৌনকর্মীর নামে চেক হস্তান্তর করেন। এরপর যৌনকর্মীদের নিজ নিজ নামে ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া শুরু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮ জুলাই সংহতির সচিবালয় নারীপক্ষের কার্যালয় থেকে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের সদস্যদের উপস্থিতিতে যৌনকর্মীদের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম চলমান রয়েছে এবং ব্যাংক হিসাব খোলার ভিত্তিতে ধাপে ধাপে বিতরণপ্রক্রিয়া চলবে।

গত বছর সরকার পতনের পর সারা দেশে কয়েক শ যৌনকর্মী হামলা ও নির্যাতনের শিকার হয় বলে জানায় সংহতি। সে সময় যৌনকর্মীদের অধিকার রক্ষায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা চায় সংগঠনটি।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন