হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে রাজনৈতিক সহায়তা দেবে ইইউ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পশ্চিম ইউরোপের ২৭ দেশের সংস্থাটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানায়।

ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তাঁর উদ্ধৃতি দিয়ে বলেছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দিতে ইইউ প্রস্তুত আছে।

বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক উন্নয়ন সহায়তা থেকে ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারত্বের রূপান্তরিত হচ্ছে, পররাষ্ট্রসচিবের সঙ্গে আলাপে এ বিষয়টিতে জোর দেন প্যাম্পালোনি।

পররাষ্ট্রসচিব রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য নেওয়া সরকারের উদ্যোগগুলোর বিষয়ে প্রতিনিধিদলটিকে অবহিত করেন। তিনি ইইউর সঙ্গে দীর্ঘ মেয়াদে সম্ভাব্য সকল পর্যায়ে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে সরকারের আগ্রহের কথা জানান।

ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ–ইইউ যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বর্তমানে ঢাকা সফর করছে। এ বৈঠকে ইইউ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ, অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সহায়তা ও এখানে শ্রম খাতে সংস্কারসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ইইউর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব ও সহযোগিতা বিষয়ক একটি রাজনৈতিক আলোচনায়ও পাওলা প্যাম্পালোনি যোগ দেবেন। অতিরিক্ত পররাষ্ট্রসচিব ড. মো. নজরুল ইসলাম এ আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ