হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে রাজনৈতিক সহায়তা দেবে ইইউ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পশ্চিম ইউরোপের ২৭ দেশের সংস্থাটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানায়।

ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তাঁর উদ্ধৃতি দিয়ে বলেছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দিতে ইইউ প্রস্তুত আছে।

বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক উন্নয়ন সহায়তা থেকে ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারত্বের রূপান্তরিত হচ্ছে, পররাষ্ট্রসচিবের সঙ্গে আলাপে এ বিষয়টিতে জোর দেন প্যাম্পালোনি।

পররাষ্ট্রসচিব রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য নেওয়া সরকারের উদ্যোগগুলোর বিষয়ে প্রতিনিধিদলটিকে অবহিত করেন। তিনি ইইউর সঙ্গে দীর্ঘ মেয়াদে সম্ভাব্য সকল পর্যায়ে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে সরকারের আগ্রহের কথা জানান।

ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ–ইইউ যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বর্তমানে ঢাকা সফর করছে। এ বৈঠকে ইইউ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ, অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সহায়তা ও এখানে শ্রম খাতে সংস্কারসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ইইউর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব ও সহযোগিতা বিষয়ক একটি রাজনৈতিক আলোচনায়ও পাওলা প্যাম্পালোনি যোগ দেবেন। অতিরিক্ত পররাষ্ট্রসচিব ড. মো. নজরুল ইসলাম এ আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ