হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে রাজনৈতিক সহায়তা দেবে ইইউ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পশ্চিম ইউরোপের ২৭ দেশের সংস্থাটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানায়।

ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তাঁর উদ্ধৃতি দিয়ে বলেছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দিতে ইইউ প্রস্তুত আছে।

বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক উন্নয়ন সহায়তা থেকে ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারত্বের রূপান্তরিত হচ্ছে, পররাষ্ট্রসচিবের সঙ্গে আলাপে এ বিষয়টিতে জোর দেন প্যাম্পালোনি।

পররাষ্ট্রসচিব রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য নেওয়া সরকারের উদ্যোগগুলোর বিষয়ে প্রতিনিধিদলটিকে অবহিত করেন। তিনি ইইউর সঙ্গে দীর্ঘ মেয়াদে সম্ভাব্য সকল পর্যায়ে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে সরকারের আগ্রহের কথা জানান।

ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ–ইইউ যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বর্তমানে ঢাকা সফর করছে। এ বৈঠকে ইইউ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ, অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সহায়তা ও এখানে শ্রম খাতে সংস্কারসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ইইউর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব ও সহযোগিতা বিষয়ক একটি রাজনৈতিক আলোচনায়ও পাওলা প্যাম্পালোনি যোগ দেবেন। অতিরিক্ত পররাষ্ট্রসচিব ড. মো. নজরুল ইসলাম এ আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন