ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ১০০ বছর উদযাপন করছে তখন তার প্রথম ছাত্রীটির বাড়ি দখল হয়ে যাচ্ছে! সত্যিই বিচিত্র!
আজ ১১ জুন বিপ্লবী লীলা নাগের ৫১তম মৃত্যু বার্ষিকী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী! বিশ্ববিদ্যালয়ে তখন সহ-শিক্ষার ব্যবস্থা ছিল না!
প্রথম উপাচার্য স্যার পি জে হার্টগের সঙ্গে তুমুল তর্ক করে লীলা নাগ ইংরেজি সাহিত্যে ভর্তি হতে সক্ষম হন।
লীলা নাগের পৈত্রিক বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে।
বাড়িতে থাকা দৃষ্টিনন্দন বাংলো আদলের ঘরটিও আর নেই। নেই কোনো স্থাপনা, চিহ্ন। অথচ কিছু দিন আগেও এ ঘরটি ঠাঁয় দাঁড়িয়ে ছিল!
উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা, নারী জাগরণের পথিকৃৎ ও নেতাজী সুভাষ বোসের ঘনিষ্ঠ কমরেড লীলা নাগ। রাজনগরে তাঁর পৈত্রিক বাড়ি দখলে রাখা হয়েছে। পাশেই আছে লীলা নাগের মায়ের নামে প্রতিষ্ঠিত ‘কুঞ্জলতা’ স্কুল। বাড়িটি উদ্ধার করে স্মৃতি সংরক্ষণের জন্য এলাকাবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আশা করছেন!!