ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ বিভাগ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সকাল থেকে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় সকাল থেকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়ন করা হয়।
গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তাঁরা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।