হোম > জাতীয়

সস্ত্রীক জাপান সফরে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আজকের পত্রিকা ডেস্ক­

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও তাঁর স্ত্রী ১১ থেকে ১২ মে জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাপানের ওসাকায় চলমান ‘এক্সপো ২০২৫’ প্রদর্শনীতে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন উপদেষ্টা বশির ও তাঁর স্ত্রী। তাঁরা জাতীয় দিবস উপলক্ষে আয়োজন করা বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা করছে দুই দেশ।

এক্সপো ২০২৫ হলো একটি আন্তর্জাতিক প্রদর্শনী, যা প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশ এতে অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলো তাদের উন্নয়ন, উদ্ভাবন, সংস্কৃতি ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে। এবারের এক্সপোতে বাংলাদেশসহ উন্নয়নশীল ও উন্নত দেশগুলো তাদের প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন ও সংস্কৃতিবিষয়ক উদ্যোগ প্রদর্শন করবে।

গত ১৩ এপ্রিল শুরু হওয়া ৬ মাসব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি