হোম > জাতীয়

সস্ত্রীক জাপান সফরে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আজকের পত্রিকা ডেস্ক­

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও তাঁর স্ত্রী ১১ থেকে ১২ মে জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাপানের ওসাকায় চলমান ‘এক্সপো ২০২৫’ প্রদর্শনীতে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন উপদেষ্টা বশির ও তাঁর স্ত্রী। তাঁরা জাতীয় দিবস উপলক্ষে আয়োজন করা বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা করছে দুই দেশ।

এক্সপো ২০২৫ হলো একটি আন্তর্জাতিক প্রদর্শনী, যা প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশ এতে অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলো তাদের উন্নয়ন, উদ্ভাবন, সংস্কৃতি ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে। এবারের এক্সপোতে বাংলাদেশসহ উন্নয়নশীল ও উন্নত দেশগুলো তাদের প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন ও সংস্কৃতিবিষয়ক উদ্যোগ প্রদর্শন করবে।

গত ১৩ এপ্রিল শুরু হওয়া ৬ মাসব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের