হোম > জাতীয়

প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি। তিনি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলেন।

আজ মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি কমিশনের আছে কি না—জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা ফুল গিয়ারে (পুরোদমে) প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছি।’

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও উল্লেখ করেন সিইসি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কমিশনের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। যত দ্রুত সম্ভব প্রস্তুতি নিচ্ছি। যখন বলবে, তখনই যেন করতে পারি। প্রধান উপদেষ্টা আমাদের স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেননি।’

এনসিপির পক্ষ থেকে কমিশন পুনর্গঠনের কথা বলা হয়েছে। বিষয়টি নজরে আনলে সিইসি বলেন, ‘দল নানা ধরনের বক্তব্য দিতে পারে। আমরা এখনো নির্বাচন করিনি, জোর করে বসিনি, কোনো দলের পক্ষপাত করিনি। উড়ে এসে জুড়ে বসিনি। কমিশন কেন পুনর্গঠনের কথা বলবে? স্বচ্ছপ্রক্রিয়ায় নিয়োগ হয়েছে আমাদের। আমরা তো ৫ আগস্টের ফসল।’

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর ওপর আস্থাশীল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে। আমাদের কর্মকাণ্ড দেখে আমাদের ওপর আস্থা রাখবে দলগুলো।’

উল্লেখ্য, গত ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী