হোম > জাতীয়

প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি। তিনি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলেন।

আজ মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি কমিশনের আছে কি না—জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা ফুল গিয়ারে (পুরোদমে) প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছি।’

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত বলেও উল্লেখ করেন সিইসি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কমিশনের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। যত দ্রুত সম্ভব প্রস্তুতি নিচ্ছি। যখন বলবে, তখনই যেন করতে পারি। প্রধান উপদেষ্টা আমাদের স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেননি।’

এনসিপির পক্ষ থেকে কমিশন পুনর্গঠনের কথা বলা হয়েছে। বিষয়টি নজরে আনলে সিইসি বলেন, ‘দল নানা ধরনের বক্তব্য দিতে পারে। আমরা এখনো নির্বাচন করিনি, জোর করে বসিনি, কোনো দলের পক্ষপাত করিনি। উড়ে এসে জুড়ে বসিনি। কমিশন কেন পুনর্গঠনের কথা বলবে? স্বচ্ছপ্রক্রিয়ায় নিয়োগ হয়েছে আমাদের। আমরা তো ৫ আগস্টের ফসল।’

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর ওপর আস্থাশীল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে। আমাদের কর্মকাণ্ড দেখে আমাদের ওপর আস্থা রাখবে দলগুলো।’

উল্লেখ্য, গত ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা