হোম > জাতীয়

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে চাঁদা দাবিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহীতে চাঁদাবাজদের হুমকিতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বন্ধের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে রাজশাহীর পুলিশ কমিশনার ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা জানাতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরুদ্দিনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এর আগে গণমাধ্যমে প্রকাশিত এ–সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. অজিউল্যাহ। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট রুলসহ আদেশ দিয়েছেন। বিষয়টি আগামী ৪ জুন আবারও শুনানির জন্য আসবে। আদালত বলেছেন, যেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণ করা হচ্ছে সেখানে চাঁদা দাবি করা জঘন্যতম অপরাধ।’ 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) রাজশাহীর অফিস ক্যাম্পাসের অভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণকাজ বাস্তবায়নাধীন। তবে চাঁদা দাবি করায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ ম্যুরাল নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। এ নিয়ে রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি জিডি করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন